মৃত মানুষের সঙ্গে ‘কথা বলার’ সুযোগ তৈরি করেছে এআই
একজন মৃত ব্যক্তির মতো কাউকে সৃষ্টি করার প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি কোম্পানিগুলো৷ এআই ও ডিপফেক প্রযুক্তির কারণে এগুলো প্রায় বাস্তবের মতো হয়ে উঠছে৷ চীন ও যুক্তরাষ্ট্রে ‘শোক প্রযুক্তি' ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠছে৷ কিন্তু একজন মৃত পার্টনারের কপির সঙ্গে কথা বলতে কেমন লাগে?
বিজ্ঞাপন