আইফোন ১৭ সিরিজের উদ্বোধন শেষ হতে না হতেই প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নতুন গুঞ্জন—এবার আলোচনায় আইফোন ১৮।

চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছেন, আগামী বছর বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট আকারে আসতে পারে। তবে বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি থাকছে না এই সিরিজে।