খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে জুম্ম ছাত্র-জনতা। এ ছাড়া সদর উপজেলা ও গুমারা উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত আছে।