রাস্তা ছেড়ে এবার গাড়ি ছুটছে নদীপথে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত খন্দকার তৈরি করেছেন এক অভিনব ভাসমান যান। যা বানানো হয়েছে বিলাসবহুল স্পোর্টস কার ল্যাম্বরগিনির আদলে। নৌযানটি চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে নির্বিঘ্নে ছুটে চলছে উত্তাল ব্রহ্মপুত্রের বুকে।