তারেক রহমান এলেন, নেতাকর্মীদের আবেগে ভাসালেন
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। এতে শুধু তার পরিবার ও দলের নয়, সমগ্র রাজনৈতিক অঙ্গনের মাঝে ছড়িয়ে পড়েছে তীব্র আবেগ, আশা ও প্রত্যাশার স্রোত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থেকেই লাখো নেতাকর্মী-সমর্থকের মাঝে সৃষ্টি হয় উচ্ছ্বাস আর আবেগঘন পরিস্থিতি।
বিজ্ঞাপন