নিকোলাস মাদুরো—এক সময়কার সাধারণ বাসচালক থেকে হয়ে উঠেছিলেন দক্ষিণ আমেরিকার অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত রাষ্ট্রপ্রধান। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন অভিযানে তার নাটকীয় পতনের পর বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আলোচনা হলো, কীভাবে একজন সাধারণ শ্রমিক থেকে ১২ বছর একটি দেশ শাসন করলেন তিনি? মাদুরোর এই উত্থানের গল্পটি শুরু হয়েছিল কারাকাসের রাজপথ থেকে, যেখানে তিনি বাসের স্টিয়ারিং ঘুরিয়ে জীবন পার করতেন।