Yamaha FZ25 এখন বাজারে, দেওয়া যাবে টেস্ট রাইড

তিনশো সিসির যুগে প্রবেশ করার পর একে একে উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরবাইক বাংলাদেশের বাজারে আনছে নানা অটোমোবাইল প্রস্ততকারী প্রতিষ্ঠান। তবে এবার কিছুটা সময় পরে হলেও বাইক প্রেমীদের সুখবর দিল ইয়ামাহা। কোম্পানিটি এবার তাদের ২৫০ সিসির বাইক বাজারে এনেছে। মডেলটির নাম-Yamaha FZ25। ইতোমধ্যে বাইকটি নিয়ে রাইডারদের ব্যাপক আগ্রহও দেখা গেছে।
শুধু তাই নয়, হায়ার সিসির নতুন এই বাইকটি রাইডারদের চালিয়ে দেখারও সুযোগ করে দিয়েছে ইয়ামাহা; অর্থাৎ 'টেস্ট রাইড' এর আয়োজন করা হয়েছে। সেখানে ইয়ামাহা বাইক ব্যবহারকারী ছাড়াও সকল স্তরের বাইক প্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে ACI Motors এর পক্ষ থেকে।
মূলত Yamaha FZ25 টেস্ট রাইড সেশনে এক নতুন অভিজ্ঞতা পেতে যাচ্ছে রাইডাররা। কারণ, বাইকটিতে রয়েছে ২৪৯ সিসির BS6 অয়েল-কুলড FI ইঞ্জিন, রয়েছে ডুয়াল-চ্যানেল ABS- যা সেরা রাইডিং এক্সপেরিয়েন্স দেবে।
আরও পড়ুন
এ ছাড়াও বাইকটির মাসকিউলিং লুক বাইক প্রেমীদের নজর কাড়বে। সব মিলিয়ে এই কৌতূহলকে ভালোবাসায় রূপান্তরিত করতেই এই টেস্ট রাইড এর আয়োজন করেছে ইয়ামাহা।
চলুন জেনে নেওয়া যাক সেই ৯টি স্থান ও সময় সম্পর্কে-
টেস্ট রাইড লোকেশনস
• রাজশাহী, ঘোস্ট রাইডার্স স্টেশন – (১৮ -১৯ এপ্রিল)
• খুলনা, রিন্স কনসরশিয়া – (১৭-১৮ এপ্রিল)
• সাতক্ষীরা, প্রেস্টিজ মোটরস – (১৯ এপ্রিল)
• বগুড়া, উত্তরা বাইক সেন্টার – (২০-২১ এপ্রিল)
• যশোর, এস আর ওরিয়ন মোটরস – (২০-২১ এপ্রিল)
• রংপুর, নিয়ন অটো – (২২-২৩ এপ্রিল)
• ফরিদপুর, জান্নাত মোটরস – (২২-২৩ এপ্রিল)
• দিনাজপুর, এম/এস সিটি ট্রেডার্স – (২৪-২৫ এপ্রিল)
• বরিশাল, এ ওয়ান মোটরস – (২৪-২৫ এপ্রিল)
এমবি/ডিএ