অত্যাধুনিক সুবিধা নিয়ে বাজারে আসছে Apache RR 310

বাইক নির্মাণকারী সংস্থা TVS- তার ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক অ্যাপাচি আর আর ৩১০-কে চলতি বছরে আরও উন্নত করে বাজারে নিয়ে এসেছে। বাইকটির আপডেটেড এই ভার্সনে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। স্পোর্টি ফিচার ও লুক সম্বলিত এই বাইকটি ইতোমধ্যে মোটরসাইকেল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। খুব শিগগিরই এটি বাংলাদেশের বাজারে আসছে।
Apache RR 310 বাইকটিতে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব OBD-2B সিস্টেম। এছাড়াও কিছু ফিচার রয়েছে এতে, যা বাইকটিকে করে তুলেছে অধিক রাইড ফ্রেন্ডলি।
এবার চলুন জেনে নেওয়া যাক বাইকটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত-
অ্যাপাচি আর আর ৩১০ বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৩২১ সিসির সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯,৯০০ আরপিএম-এ ৩৮ হর্সপাওয়ার শক্তি এবং ৭,৯০০ আরপিএম-এ ২৯ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য মোটরসাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্সসহ স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ ব্যবহার করা হয়েছে। বাইকটি প্রতি লিটারে ৩৪-৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১৬৪ কিলোমিটার পর্যন্ত।
আরও পড়ুন
অ্যাপাচির এই অত্যাধুনিক বাইকটিতে আরও বেশ কিছু আকর্ষণীয় নতুন ফিচার যোগ হয়েছে। যেমন- দ্রুত গতি তুলতে 'লঞ্চ কন্ট্রোল' প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও কর্নারিংয়ের সময় আরও ভাল ট্র্যাকশন এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়েছে 'কর্নারিং ড্র্যাগ টর্ক'।
এছাড়াও রয়েছে সিকুয়েনশিয়াল টার্ন ইন্ডিকেটরস যা আধুনিক ও প্রিমিয়াম লুক দিয়েছে বাইকটিতে। তাছাড়া কুইকশিফটার ব্যাবহার করা হয়েছে। অর্থাৎ, হাই সেগমেন্ট এর স্পোর্টস বাইকের মতো এটিতেও ক্লাচ ছাড়াই দ্রুত গিয়ার পরিবর্তন করা যাবে। এই প্রযুক্তির কারসাজিও চমকে দেবে আপনাকে। বিশেষ করে এটা গিয়ার পরিবর্তনের সময় ইঞ্জিনের পাওয়ার সাময়িকভাবে কেটে দেয়, যাতে গিয়ার স্মুথলি পাল্টানো যায়।
নতুন এই বাইকটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে- রেসিং রেড, বম্বার গ্রে ও সেপাং ব্লু।
ভারতীয় বাজারে বাইকটির দাম ২ লাখ ৭৮ হাজার রুপি (এক্স-শোরুম) থেকে শুরু। তবে ধারণা করা হচ্ছে বাইকটির বাংলাদেশের বাজারে আসলে এর দাম হতে পারে ৪ লাখ ৮০ হাজার টাকা।
এমবি/ডিএ