রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ নতুন কালার স্কিমে বাজারে

রয়্যাল এনফিল্ড হলো প্রিমিয়াম বাইক ব্র্যান্ড, যা দীর্ঘদিন ধরেই তার ক্লাসিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের জন্য বাইকারদের মাঝে বেশ জনপ্রিয়। যা বিশ্বের অন্যতম ক্লাসিক মোটরসাইকেল ব্র্যান্ড।
দীর্ঘ দূরত্বে রাইডিংয়ের জন্য উপযুক্ত হওয়ায় প্রতিটি রাইডে আস্থার জায়গা করে নিয়েছে রয়্যাল এনফিল্ড। সম্প্রতি ২০২৫ হান্টার ৩৫০ মডেলটি (2025 Hunter 350) নতুনরূপে লঞ্চ হয়েছে। বর্তমানে এই বাইকটি তিনটি নতুন কালার অপশনে পাওয়া যাচ্ছে।
- রিও হোয়াইট
- টোকিও ব্ল্যাক
- লন্ডন রেড
পাশাপাশি আগের রেবেল ব্লু, ড্যাপার গ্রে এবং ফ্যাক্টরি ব্ল্যাক কালার অপশনেও এটি পাওয়া যাবে। ইতোমধ্যেই ডিলারশিপ এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2025 Royal Enfield Hunter 350 এর বুকিং করা যাচ্ছে।
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর ফিচারসমূহ :
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৩৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৬,১০০ আরপিএম-এ ২০.২ হর্সপাওয়ার শক্তি এবং ৪,০০০ আরপিএম-এ ২৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য বাইকটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।
বাইকটি প্রতি লিটারে ৩৫-৪০ কিলোমিটার পাড়ি দিতে পাড়ে এবং সর্বোচ্চ ৪০.১৯ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।
দেশের বাজারে বাইকটির দাম প্রায় ৩ লাখ ৭২ হাজার টাকা। নতুন মডেলের দাম সামান্য বাড়ানো হতে পারে। তবে বড়সড় মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম।
এমবি/এমআইকে