মোটরসাইকেল ইন্সুরেন্স কেন জরুরি?

বর্তমান সময়ে দ্রুত, সাশ্রয়ী এবং কার্যকর পরিবহণ হিসেবে মোটরসাইকেল খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। যা ব্যক্তিগত সময় বাঁচানো ও স্বাধীনভাবে চলাফেরার মাধ্যম হিসেবে এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি মোটরসাইকেল দুর্ঘটনার হারও বেড়েছে।
তবে, অধিকাংশ ক্ষেত্রেই চালকেরা মোটরসাইকেল ইন্সুরেন্স কে গুরুত্ব দেন না, যার ফলে দুর্ঘটনার সময় মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এসব আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে মোটরসাইকেল ইন্সুরেন্স ের মাধ্যমে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের মোট দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশই ঘটে থাকে মোটরসাইকেল দুর্ঘটনা।
এসব দুর্ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত বা প্রাণ হারিয়ে থাকে। এমতাবস্থায় মোটরসাইকেল ইন্সুরেন্স হয়ে উঠেছে অত্যন্ত জরুরি ও প্রাসঙ্গিক। এটি শুধু একটি আর্থিক সুরক্ষার মাধ্যমই নয়, বরং আইনগত বাধ্যবাধকতাও। সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বা চিকিৎসা ব্যয়ের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য মোটরসাইকেল ইন্সুরেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোটরসাইকেল ইন্সুরেন্স শুধু আর্থিক সুরক্ষা নয়, এটি চালকদের মানসিক শান্তিও নিশ্চিত করে।
অনেক ক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ক্ষয়ক্ষতি, অন্যের গাড়ি বা সম্পদের ক্ষতি, এমনকি চালক বা আরোহীর চিকিৎসা ব্যয়ের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। এ অবস্থায় একটি কার্যকর ইন্সুরেন্স পলিসি চালককে দিতে পারে নির্ভরযোগ্য আর্থিক সহায়তা। মোটরসাইকেল ইন্সুরেন্স ের মাধ্যমে আর্থিক সুরক্ষা পাওয়া যায়, যা দুর্ঘটনার কারণে সৃষ্ট ক্ষতি, চুরি, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, ইত্যাদি থেকে সুরক্ষা প্রদান করে থাকে।
বর্তমানে আমাদের দেশে ট্র্যাফিক আইন অনুযায়ী বৈধ ইন্সুরেন্স ছাড়া মোটরসাইকেল চালালে শাস্তির সম্মুখীন হতে হয়। তাই নিজের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও আইন মেনে চলার দিক বিবেচনা করলে, প্রতিটি বাইক চালকের জন্য ইন্সুরেন্স করা একান্ত প্রয়োজন।
অন্যদিকে, বাইকের ইন্সুরেন্স অনেক ঝুঁকি কভার করলেও কিছু ক্ষেত্রে তা প্রযোজ্য হয় না। যেমন- হরতাল, ধর্মঘট বা সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্স প্রযোজ্য নয়। পাশাপাশি চালক যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালান, মাদকাসক্ত অবস্থায় দুর্ঘটনা ঘটান, কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতির কারণ হন, সে ক্ষেত্রে ইন্সুরেন্স ের আওতায় ক্ষতিপূরণ পাওয়া যায় না।
এমবি/এমআইকে