বোমাতঙ্কে খালি করা হলো ফ্রান্সের আটটি বিমানবন্দর
হামলার হুমকি পেয়ে নিরাপত্তা জনিত কারণে এক দিনেই ফ্রান্সের আটটি বিমানবন্দর খালি করে দেওয়া হলো। স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
প্যারিসের কাছে ব্যুভাইস বিমানবন্দর জানায় হুমকি আসার পর তারা বিমানবন্দরটি খালি করে।
স্ট্রাসবার্গ বিমানবন্দর জানায় বোমার হুমকির কারণে খালি করা হয় এ বিমানবন্দর।
ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে একাধিক বার বোমাতঙ্ক ছড়িয়েছে ফ্রান্সে। ফ্রান্স এই সংঘাতে সরাসরি ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। ফলে সন্ত্রাসবাদী কোনো সংগঠন ফ্রান্সে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাও।
এনএফ