২৬৫ যাত্রী নিয়ে সৌদি গেল বিমানের প্রথম বিশেষ ফ্লাইট
সাতটি বিশেষ ফ্লাইট বাতিলের দিনে অবশেষে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে উড়াল দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইট। শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৫ যাত্রী নিয়ে ফ্লাইটটি রওনা হয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বিমানের ফ্লাইট নম্বর বিজি ৪০৩৫ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এটি স্থানীয় সময় রাত ১০টায় জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে সৌদির রিয়াদের বাতিল হওয়া ফ্লাইটটি মধ্যরাত ৩টায় রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১১ এপ্রিল বেবিচক জানায়, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ চলাকালীন সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।
১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। পরে গত ১৫ এপ্রিল এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এআর/ওএফ