কাতার এয়ারওয়েজের টিকিটে ৩৫ শতাংশ ছাড়
ঢাকা থেকে ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ভ্রমণে টিকিটে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় দিয়েছে কাতার এয়ারওয়েজ।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে কাতার এয়ারওয়েজ বাংলাদেশ। বিমান সংস্থাটি জানায়, ছাড় দেওয়া টিকিট কাটা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আর এই টিকিটে ভ্রমণ করা যাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ইকোনমি ক্লাসে ছাড় দেওয়ার পর কাতার এয়ারওয়েজে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ভাড়া পড়বে ৬৩ হাজার ৫৩২ টাকা। এছাড়াও বোস্টনে ৭০ হাজার ৫২১, গ্রিসের অ্যাথেন্সে ৫৪ হাজার ৬৮৮, জার্মানির মিউনিকে ৭৯ হাজার ৫০৬, ইতালির রোমে ৫১ হাজার ৬৯০, মিলানে ৪৮ হাজার ২৬৫, সুইজারল্যান্ডের জুরিখে ৬১ হাজার ৬৫২, জার্মানির ফ্র্যাংকফুর্টে ৬৩ হাজার ২০৩ টাকা ভাড়া পড়বে।
বিশ্বের প্রায় ১৩০টি শহরে এ ছাড় দেওয়া ভাড়ায় ভ্রমণের সুযোগ দিচ্ছে সংস্থাটি। এছাড়াও একজন যাত্রী টিকিট কেটে সুবিধামতো তার বুকিংয়ের তারিখ পরিবর্তন করতে পারবেন।
এআর/এসকেডি