এয়ার টিকিটে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার দিচ্ছে ফার্স্ট ট্রিপ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসরে একটি এয়ার টিকিট কিনলেই আরেকটি ফ্রি দিচ্ছে দেশের জনপ্রিয় ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্ট ট্রিপ। ৬ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ‘ডমেস্টিক রুটে’ এ অফার পাওয়া যাবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফার্স্ট ট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক এ তথ্য জানিয়েছেন।
বিটুসি প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্ট ট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজারভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমণ পরিকল্পনা চূড়ান্তকরণসহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ ফার্স্ট ট্রিপ ট্রাভেল পোর্টালটি বিটুবি এর সফলতার পর বিটুসি উদ্বোধনের মাধ্যমে সব শ্রেণীর গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।
আরও পড়ুন
এ বিষয়ে ফার্স্ট ট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের বিটুসি পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এছাড়া আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে। এবারের মেলা উপলক্ষ্যে আমরা দেশের সব রুটের এয়ার টিকিট বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছি। এক্ষেত্রে ইউএসবাংলা এয়ারলাইনস এবং এয়ার এস্ট্রাতে ভ্রমণ করলে এই সুবিধা পাওয়া যাবে।
হাসনাইন বলেন, আন্তর্জাতিক সব রুটের টিকেট, হোটেল বুকিং - (ডোমেস্টিক), ওমরার ভিসা প্রসেসিং, দেশীয় এবং আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ, ওমরা প্যাকেজসহ দারুণ সব অফার নিয়ে ফার্স্ট ট্রিপ মানুষের পাশে থাকবে।
মেলা চলাকালীন সময় ৬-৮ ফেব্রুয়ারি বুকিং করে ভ্রমণ করতে পারবেন চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে। মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংয়ের ওপর আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্ট ট্রিপের প্যাভেলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করা যাবে।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।
৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্র-তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।
এমএম/এআইএস