এয়ার অ্যাস্ট্রা ফ্লাইটে ডেট চেঞ্জ ফ্রি

রমজান মাস উপলক্ষ্যে আকাশপথের যাত্রীদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। এই রমজানে যাত্রীদের নিশ্চিন্তে এবং আরামদায়ক ভ্রমণ সুবিধা প্রদানের লক্ষ্যে ‘নো চার্জস অন ডেট চেঞ্জস’ ক্যাম্পেইন নিয়ে হাজির হলো এয়ার অ্যাস্ট্রা।
রোববার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের উপ-ব্যবস্থাপক-জনসংযোগ সাকিব হাসান শুভ জানান, প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত যাত্রীরা কোনো ফি ছাড়াই তাদের ফ্লাইটের তারিখ পরিবর্তন করার স্বাধীনতা উপভোগ করতে পারবেন। এই অফারটি এয়ার অ্যাস্ট্রার সেলস অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ট্রাভেল এজেন্টসহ সব টিকেটিং চ্যানেলের জন্য প্রযোজ্য।
তিনি আরও জানান, ২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত ক্রয় করা টিকেটই এই অফারের জন্য অন্তর্ভুক্ত।
পবিত্র রমজান মাসে যাত্রী কেন্দ্রিক সমাধান প্রদান ও অনন্য ভ্রমণের চাহিদা পূরণের লক্ষ্যে এই বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে এয়ার অ্যাস্ট্রা। এয়ারলাইনটি তার মূল্যবান যাত্রীদের জন্য আরামদায়ক এবং চাপমুক্ত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে বিমান ভ্রমণকে আরও সহজলভ্য এবং সুবিধাজনক করার জন্য চেষ্টা করছে।
আরও পড়ুন
বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের বিমান ভ্রমণ প্রদানের জন্য নিবেদিত।
রমজান মাসে এয়ার অ্যাস্ট্রা প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার ৩টি, চট্টগ্রামে ৪টি এবং সৈয়দপুর ৩টি ফ্লাইট পরিচালনা করবে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।
এআর/এমএন