মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে অসুস্থ ১১ জন, খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী ফ্লাইটে অসুস্থ হয়ে পড়লেন ১১ জন যাত্রী ও কেবিন ক্রু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন যাত্রী ও কেবিন ক্রুরা।
সোমবার (২৩ জুন) প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় এআই-১৩০ ফ্লাইটে যা বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমানে এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ঘটনার কথা স্বীকার করেছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার এয়ার ইন্ডিয়ার এআই ১৩০ বিমানে ঘটনাটি ঘটে। বোয়িং ৭৭৭ বিমানটি দুপুর নাগাদ লন্ডনের হিথরো থেকে উড়ে যাচ্ছিল ফ্লাইটটি। কিন্তু মাঝ-আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন পাঁচজন যাত্রী। এরপর ছয়জন বিমানকর্মীও অসুস্থতা বোধ করতে শুরু করেন। তাদের মধ্যে এক জন জ্ঞান হারিয়ে পড়ে যান। বাকিদেরও মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমির মতো উপসর্গ দেখা দেয়। এ অবস্থায় মুম্বাই বিমানবন্দরে জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করে। অবতরণের পরে সঙ্গে সঙ্গে ছুটে যায় আগে থেকে প্রস্তুত থাকা মেডিকেল টিম। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এয়ার ইন্ডিয়ার দাবি, ১১ জন নয়, সাত জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা জানিয়েছে, বিমানটি আকাশে উড়তেই মাথা ঘোরা, বমি বমি-ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয় পাঁচ যাত্রী এবং দুই কেবিন ক্রুর। কেন এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া থেকে বমি এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে। আর অক্সিজেনের অভাব হতে পারে হাইপোক্সিয়ার কারণে। এছাড়া বিমানের কেবিনে চাপ কমানোর সময় অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে। ঘটনাটি এখনও তদন্তাধীন। খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকলে তা কোন খাবার থেকে হয়েছে, সে সব খতিয়ে দেখা হচ্ছে।
এমএন
