কুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে নাহিয়ান-হাসিব
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ড. মো. হেলাল-আন-নাহিয়ান এবং সাধারণ সম্পাদক পদে ড. মো. আব্দুল হাসিব নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনস্থ শিক্ষক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. পারভেজ আহম্মেদ।
এ ছাড়া অন্যান্য নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে প্রফেসর ড. মো. রাফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে ড. মীর্জা মো. শাহরিয়ার মাসউদ, কোষাধ্যক্ষ পদে মো. মেহরাব হোসেন, ক্রীড়া সম্পাদক পদে রাফাত মাহমুদ হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক পদে দ্যুতিময়ী জাহাঙ্গীর, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আবু সাফায়েত এবং সদস্য পদে প্রফেসর ড.বি.এম. ইকরামুল হক, ড. মো. আশরাফুল ইসলাম, ড. মো. হাবিবুর রহমান সবুজ, প্রফেসর ড. মো. আব্দুল মতিন ও মো. নাঈম হাসান
মোহাম্মদ মিলন/আরআই