জাবি ছাত্রলীগের চিকিৎসা সহায়তা পেল আহত নির্মাণ শ্রমিক

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

১৮ মার্চ ২০২২, ০৬:২২ পিএম


জাবি ছাত্রলীগের চিকিৎসা সহায়তা পেল আহত নির্মাণ শ্রমিক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত হওয়া এক শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে এ সহায়তা তুলে দেওয়া হয় নির্মাণ শ্রমিক আমজাদ হোসেনের (৩৫) হাতে।

নির্মাণ শ্রমিক আমজাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, কাজ করতে যেয়ে পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হই। এরপর থেকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি। ডাক্তার পরামর্শ দিয়েছেন এক পা কেটে ফেলার জন্য। কিন্তু আমার আর্থিক অবস্থা খারাপ। টাকা ম্যানেজ করতে পারিনি। পরবর্তীতে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে জানাই। তারা আমাকে চিকিৎসার জন্য টাকা সহায়তা দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, নির্মাণ শ্রমিক আমজাদ হোসেন চিকিৎসার আর্থিক সহায়তার জন্য ছাত্রলীগের সরণাপন্ন হন। আমরা তাৎক্ষণিক তাকে ৮ হাজার টাকা সহায়তা করেছি। পাশাপাশি তার চিকিৎসার ব্যাপারে আমরা খোঁজ রাখব। প্রয়োজনে আবারো সহায়তার হাত বাড়িয়ে দিবে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানবতার পক্ষে, অসহায়দের পক্ষে।

মো. আলকামা/আরআই

Link copied