জবিতে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৭ মার্চ ২০২২, ১২:২০ এএম


জবিতে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘স্বাধীনতার বাংলাদেশ’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) মুজিব মঞ্চে সাংস্কৃতিক কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এ সময় ইনস্টিটিউটের পরিচালক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট শামীমা বেগম, প্রক্টর মোস্তফা কামাল, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, বাংলাদেশ ছাত্রলীগ জবি শাখার সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন, শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক এবং কর্মচারীরা এতে অংশ নেন।

এমটি/এমএইচএস

Link copied