ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

সহনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০২ জুন ২০২২, ০৪:২৭ পিএম


সহনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ২০২২ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। বৃহস্পতিবার (২ জুন) আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় এক হাজার শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।

অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুন।

dhaka post

এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনটি অনুষদের ডিনরা।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদার নৈতিকতাবোধ সম্পন্ন একজন সহনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। তাদের মতে, একজন সহনশীল মানুষ শুধু তার নিজের জন্যই নয়, পুরো মানবসমাজের জন্য কল্যাণ বয়ে আনেন।

একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ও কর্মকর্তারা অংশ নেন।

এমএইচএস

Link copied