‘পিজিডি ইন ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রোগ্রাম তৈরি করছে ড্যাফোডিল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) দেশে প্রথমবারের মতো ‘সাসটেইনেবল বিজনেস অ্যান্ড ইএসজি ম্যানেজমেন্ট’ বিষয়ক পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রাম তৈরি করছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে কারিকুলাম উন্নয়নবিষয়ক একটি স্ট্র্যাটেজিক রাউন্ড টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
ডিআইইউ-এর সাসটেইনেবিলিটি উইং এবং সুইসকন্ট্যাক্ট-এর প্রোগ্রেস প্রকল্পের উদ্যোগে, সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। আলোচনায় শিল্পখাতের প্রতিনিধি, স্থায়িত্ববিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষক, নীতিনির্ধারক ও সম্ভাব্য শিক্ষার্থীরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, দেশের রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাত যা রপ্তানির ৮০ শতাংশ, এর বেশি আয়ের উৎস এখন দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক চাহিদার মুখোমুখি। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ করতে হলে ইএসজি, কার্বন নিরসন (ডিকার্বনাইজেশন), সাসটেইনেবিলিটি রিপোর্টিং এবং কমপ্লায়েন্স বিষয়ে দক্ষ জনবলের প্রয়োজন বাড়ছে।
অংশগ্রহণকারীরা আরও বলেন, পিজিডি প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা উচিত যাতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। কারখানার প্রকৃত ডেটা, কেস স্টাডি এবং হাতে-কলমে শেখার মডিউল রাখলে প্রশিক্ষণপ্রাপ্তরা কর্মক্ষেত্রে প্রথম দিন থেকে কার্যকরভাবে ইএসজি কাজ করতে পারবেন।
রাউন্ডটেবিলে মধ্য-কর্মজীবী পেশাজীবীদের জন্য নমনীয় শেখার সুযোগ এবং ইএসজি সম্পর্কিত নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। আলোচনা থেকে জানা যায়, শিল্পখাতে এখন নিঃসরণ ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স অডিট, সামাজিক পারফরম্যান্স, পরিবেশগত ডেটা ব্যবস্থাপনা ও জলবায়ু–সংক্রান্ত রিপোর্টিংয়ে প্রশিক্ষিত মানুষের চাহিদা দ্রুত বাড়ছে।
অনুষ্ঠানের শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মাদ নাদির বিন আলি আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এসব মতামত প্রস্তাবিত পিজিডি প্রোগ্রামকে আরও শিল্পবান্ধব করতে সহায়তা করবে।
প্রজেক্ট পরিচালক খালিদ এমডি বাহাউদ্দীন বলেন, আজকের আলোচনা থেকে পাওয়া মতামত সরাসরি কারিকুলাম তৈরিতে ব্যবহার করা হবে, যা বাংলাদেশকে ইএসজি সক্ষমতা উন্নয়নে আঞ্চলিকভাবে আরও শক্ত অবস্থানে আনবে।
সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ এবং ডিআইইউ সাসটেইনেবিলিটি উইং-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমজে
