কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিবিএ-ইইই বিভাগের নবীনবরণ

নতুন ভর্তি হওয়া সামার সেমিস্টার ২০২২-এর বিবিএ এবং ইইই বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুন) নিজস্ব অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভার্চুয়াল ডিন প্যার্ট্রিক জুসেফ। এতে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, কোষাধ্যক্ষ ও স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর এএসএম সিরাজুল হক, এক্সটারনাল এফেয়ারসের পরিচালক আনুসা চৌধুরী এবং স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. জহুরুল আলম।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শাহরুখ আদনান খান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামান। পরিচালনা করেন স্কুল অব বিজনেসের লেকচারার তাহসিন বিনতে আনিস।
এতে মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনিস পারভেজ, যুগ্ম রেজিস্ট্রার এএসএমজি ফারুক, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, নবাগত শিক্ষার্থীরা ও কর্মকর্তারাও অংশ নেন।
কানাডিয়ান বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সুপরিচিত বেসরকারি বিশ্ববিদ্যালয় উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভার্চুয়াল ডিন প্যার্ট্রিক জুসেফ বলেন, ‘জীবনে শেখার জন্য বিশ্ববিদ্যালয়ের সময়টা আসলে বিশেষ সময়। চমৎকার অধ্যাপক রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। এছাড়া বুদ্ধিবৃত্তিক পরিবেশ এখানে বিরাজ করে এবং রয়েছে একাডেমিক গবেষণা।’
নবীনবরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে চৌধুরী নাফিজ সারাফাত বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা এমন প্রতিষ্ঠান পছন্দ করেছ যা তোমাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে।’
কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা বিশ্বমানের উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে উত্তর আমেরিকার শিক্ষা কারিকুলাম অনুসরণ করা হয়। সজ্জিত গবেষণাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষার্থীদের শতভাগ সন্তুষ্টি রয়েছে। ৪০টির বেশি কোম্পানি যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পাওয়ার প্ল্যান্ট, ব্যাংক, হোটেল, মিডিয়া। যেখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের অ্যালামনাইদের প্রাধান্য দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. এইচ এম জহিরুল হক নবীনদের স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে তারা এই বিশ্ববিদ্যালয় থেকে মূল্যবোধভিত্তিক শিক্ষা পেয়ে আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এমএইচএস
