হল খোলার দাবিতে ইবিতে বিক্ষোভ

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি

২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:২০ পিএম


হল খোলার দাবিতে ইবিতে বিক্ষোভ

ইসালামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন ইসালামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেয়।

Dhaka Post
উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা

এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসনের প্রহসন মানি না, মানব না’, ‘একদফা একদাবি, আজকে হল খুলে দিবি’, ‘শিক্ষকরা ভেতরে, আমরা কেন বাইরে?’ লাথি মার ভাঙরে তালা, খুলে ফেল হলের তালা’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে তো কিছু করা যাচ্ছে না।’

শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

এ বিষয়ে কথা বলার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবদুস সালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

এমএসআর

Link copied