এবার জিডি করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

৩০ জুন ২০২২, ০৬:০১ পিএম


এবার জিডি করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গালাগাল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে বুধবার (২৯ জুন) রাতে তার তিন সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে জিডিটি করেন। 

অভিযুক্ত শিক্ষকরা হলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. নকিবুল হাসান খান, মো. রকিবুল হাসান ও মো. আলিম মিয়া। 

এর আগে অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী নিজের নিরাপত্তা চেয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে ও পরে বিচার দাবি করে রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেছিলেন।

জানতে চাইলে অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী বলেন, আবেদন করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। এ জন্য বাধ্য হয়েই থানায় জিডি করেছি। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, জিডিতে অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী গত ১৩ জুন বিভাগের নাম পরিবর্তন নিয়ে অভিযুক্তদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ও ভয়ভীতি দেখান অভিযুক্ত শিক্ষকরা।  

উবায়দুল হক/আরআই

Link copied