শিক্ষক হেনস্তার প্রতিবাদে জবিশিসের মানববন্ধন

নড়াইলে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা, সাভারের আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও পদার্থ বিজ্ঞানী ডক্টর অরুণ কুমারকে জমি সংক্রান্ত বিষয়ে হেনস্থা করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষকদের লাঞ্ছিত এবং হত্যা এটা জাতির জন্য কলঙ্ক। পিতা-মাতার পরই যেখানে শিক্ষকদের অবস্থান সেখানে তাদের এ অপমান সহ্য করার মত নয়। অতি দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে পরবর্তীতে আর কেউ শিক্ষকদের অপমান করতে না পারে।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, শিক্ষকরা যেভাবে হেনস্তার শিকার হচ্ছেন তা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। যেসব ঘটনা ঘটছে তা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু এসব ঘটনা যখন বিশ্বে প্রচারিত হবে তখন আমদের মানসম্মান কোথায় যাবে? তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের বিরুদ্ধে এ ধরনের হেনস্তার প্রতিবাদে কাজ করে যেতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এ সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকরা, বিভাগীয় চেয়ারম্যানরা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এমটি/আইএসএইচ