শেষ হলো জাতীয় পরিবেশ উৎসব

পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড, কুইজ, কর্মশালা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, নগর পরিকল্পনা প্রকল্প, ব্যবসায়িক উদ্যোগ অন্বেষণ, চলচ্চিত্র প্রদর্শনীসহ বেশকিছু আয়োজনে শেষ হলো দুই দিনের জাতীয় পরিবেশ উৎসব।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিএসসিতে গতকাল শুরু হওয়া দুইদিনব্যাপী জাতীয় পরিবেশ উৎসবটি শেষ হয়। এতে ছয়টি ক্যাটাগরির ১৫টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০০ এর বেশি শিক্ষার্থী অংশ নেয়।
রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ উৎসবের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে পরিবেশ নিয়ে নিজেদের পরিকল্পনা ও চিন্তাভাবনা তুলে ধরে। ইউথপ্রেনার নেটওয়ার্কের আয়োজনে ও টেল প্লাস্টিকের সহযোগিতায় দুই দিনব্যাপী এই আয়োজন করা হয়।
অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, এ উৎসব থেকে তারা হাতেকলমে অনেক কিছু শিখেছেন। এ উৎসব থেকে কীভাবে পরিবেশ দূষণ রোধ করা যায় কিংবা পরিবেশ দূষণ রোধে কী কী কাজ করা যায় তা শেখানো হয়েছে। পরিবেশ উৎসবের আয়োজনটি একটু ব্যতিক্রম হওয়ায় অনেক দিন মনে থাকবে।
এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) জাতীয় পরিবেশ উৎসব উদ্বোধন করা হয়। যা দেশে প্রথম। উৎসব উদ্বোধন করেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার এবং আরএফএল গ্রুপের সহযোগী টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার বলেছিলেন, এসডিজির প্রধান কাজ হলো পরিবেশবান্ধব উন্নয়ন। পরিবেশকে সমুন্নত না রেখে কোনো উন্নয়নই গ্রহণযোগ্য হবে না। বিদেশে আমাদের দেশের পণ্য রপ্তানি করছে এটা দেশের জন্য গর্বের বিষয়।
টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল পণ্য রপ্তানি করে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকি আমরা। টেল প্লাস্টিকের একটি লক্ষণীয় বিষয় হলো পরিবেশ নিয়ে কাজ করা। ‘পরিবেশের জন্য ব্যবসা’ এই স্লোগান কোনো প্রতিষ্ঠানের নেই। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছি। পরিবেশবান্ধব পণ্য তৈরি করে সেটা বাজারজাত করে থাকি আমরা।
এইচআর/আইএসএইচ