ইউল্যাবে ‘গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৮ আগস্ট ২০২২, ১০:৫৫ এএম


ইউল্যাবে ‘গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘মিডিয়া ডু’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এটি পরিচালনা করেন এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ এবং একই প্রতিষ্ঠানের অপারেশন অ্যান্ড পার্টনারশিপ বিষয়ক সহকারী পরিচালক ইহসান-উজ-জামান।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এই কর্মশালাটির সমন্বয়কারী ছিলেন ডিআইএমএফএফের পাবলিক রিলেশনস ম্যানেজার নুজহাত ফাইরুজ নবনী এবং এক্সটারনাল ম্যানেজার হা-মিম শফিক হুসাইন।

কর্মশালাটির উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে গণমাধ্যমের মধ্যকার সম্পর্ক বিষয়ে অবহিত করা। ভবিষ্যতে যেসব শিক্ষার্থী জনসংযোগ এবং গণমাধ্যমে কাজ করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য করে এই কর্মশালাটির পরিকল্পনা করা হয়।

 কর্মশালায় বক্তারা যেকোনো ব্র্যান্ডের মিডিয়া প্রচারাভিযানের পরিকল্পনা এবং সর্বব্যাপীতার গুরুত্বের ওপর জোর দেন।

‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, নতুন যোগাযোগ’- এই শ্লোগানের ২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবটি শুরু হয়েছিল।

উল্লেখ্য, ডিআইএমএফএফ ২০২৩-এর চলচ্চিত্র জমা নেওয়া হচ্ছে। এটি চলবে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব হবে ২০২৩ সালের ২ এবং ৩ মার্চ।

এমএইচএস

Link copied