আইপিএলের আদলে ঢাবিতে এসপিএলের মেগা নিলাম

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৪ এএম


আইপিএলের আদলে ঢাবিতে এসপিএলের মেগা নিলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সুর্যসেন হল ছাত্রলীগের উদ্যোগে এক জমকালো আয়োজনের মধ্য আইপিএল-বিপিএলের আদলে অনুষ্ঠিত হলো এসপিএল-২০২২ টুর্নামেন্টের মেগা নিলাম।

বুধবার (৭ আগস্ট) রাত ৮টা থেকে শুরু হয়ে নিলাম অনুষ্ঠান চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। অনুষ্ঠান উদ্বোধন করেন হল প্রভোস্ট অধ্যাপক মো. মকবুল হোসেন ভূঁইয়া।

আটটি দলের সমন্বয়ে টুর্নামেন্টটি শুরু হবে চলতি মাসের ১১ তারিখ। নিলাম থেকে দল পাওয়া হলের বর্তমান শিক্ষার্থীরা খেলার সুযোগ পাচ্ছেন।

নিলামে অংশ নেওয়া দলগুলো হলো- ক্র‍্যাক প্লাটুন ঢাকা, বরিশাল প্যাট্রিয়টস, রংপুর ইউনাইটেড, বরেন্দ্র এক্সপ্রেস, চট্টগ্রাম ভলকানয়েস, সুন্দরবন এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও দ্য মাইটি পদ্মা।

এ আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক দল তাদের গ্রুপের সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি করে দল সেমিফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে।

নিলামে প্রত্যেক দল একজন করে আইকন খেলোয়াড় আগে থেকেই নেওয়ার সুযোগ পায়। আর নিলামে তাদের নিতে হয় মোট ১৭ জন খেলোয়াড়কে। এ ক্যাটাগরিতে প্রত্যেকের ভিত্তি মূল্য ছিল ৫০০ টাকা, বি ক্যাটাগরিতে ২০০ টাকা এবং সি ক্যাটাগরিতে ১০০ টাকা। নিলামে সর্বোচ্চ ১১ হাজার টাকায় বিক্রি হন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী উমর ফারুক।

নিলাম উদ্বোধন ঘোষণা করে হল প্রভোস্ট অধ্যাপক মো. মকবুল হোসেন ভূঁইয়া বলেন, সুস্থ মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অবিচ্ছেদ্য অংশ। এমন সুন্দর আয়োজনের জন্য সূর্যসেন হল ছাত্রলীগকে ধন্যবাদ জানাই এবং আজকের এ মাহেন্দ্রক্ষণে জমকালো এ নিলাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি।

হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান বলেন, একমাত্র খেলাধুলাই পারে একজন শিক্ষার্থীকে পড়াশোনায় মনোনিবেশ করাতে এবং মাদক থেকে দূরে রাখতে। এছাড়া আমি বিশ্বাস করি খেলাধুলা সবার মাঝে সম্প্রীতি সৃষ্টি করে। তাই সূর্যসেন হল ছাত্রলীগ শিক্ষার্থীদের  উজ্জীবিত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, যারা নিরলসভাবে সুন্দর করে এমন একটি অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করছি সবার সহযোগিতায় আমরা সফলভাবে সুন্দর এই আয়োজনের ইতি টানতে পারব।

এইচআর/আরএইচ

Link copied