স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৭ এএম


স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্ত, সহ সভাপতি হাসান ওয়ালী।

সম্মেলনের আলোচনা পর্ব শেষে বিগত কমিটির সভাপতি মাসুদ মেসবাহ’র সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আহম্মেদ মানিককে সভাপতি, খালিদ আহমেদ রাজাকে সাধারণ সম্পাদক ও জিহাদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্য নেতারা হলেন— সহ সভাপতি শাওন বিশ্বাস, আকরাম হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক সুলতানা আক্তার পুনম, কোষাধ্যক্ষ ঐশ্বর্য্য ইকা, শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেরা রহমান সিমরান, সদস্য মেসবাহ মাসুদ ও রায়হান হোসেন।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজোয়ান হক মুক্ত।

এএজে/এসএসএইচ

Link copied