শেখ রাসেলের জন্মদিনে শিশুদের শিক্ষা উপকরণ দিল ছাত্রলীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন ডাস চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এসময় পথশিশুদের হাতে খাতা কলম তুলে দেওয়া হয় এবং তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়, সহ-সভাপতি তিলোত্তমা শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাবি ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
• আরও পড়ুন : নিষ্পাপ শিশুর আকুতিও খুনিদের মন গলাতে পারেনি
এ সময় আল নাহিয়ান খান জয় বলেন, শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নানান কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছে। আজকে যেসব শিশু এখানে আছে এই শিশুরা শেখ রাসেলের জীবনাদর্শ শিক্ষা নেবে বলে আমি বিশ্বাস করি। শেখ রাসেলের যে অমলিন হাসি, তার যে বুদ্ধি, জাতির পিতার সন্তান হিসেবে তার যে স্বভাবসুলভ আচরণ সেসব থেকে আজকের শিশুরা শিক্ষা নিতে পারবে।
এর আগে, জয়-লেখকের নেতৃত্বে সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা বনানী কবরাস্থনে শহীদ শেখ রাসেলের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দুপুরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শেখ রাসেলের গল্প শীর্ষক পুতুল নাচ প্রদর্শনী এবং বাদ মাগরিব ঢাবির কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
• আরও পড়ুন : মৃত্যুঞ্জয়ী শেখ রাসেল আমাদের হৃদয়ে চিরভাস্বর
১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নিষ্ঠুরভাবে শিশু শেখ রাসেলকেও হত্যা করে।
এইচআর/এনএফ