সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এআইইউবি

অগ্নি নিরাপত্তার যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য বাণিজ্যিক বিল্ডিং বিভাগে সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইএসএসএবি) অষ্টম আন্তর্জাতিক ফায়ার, সেফটি এবং সিকিউরিটি এক্সপো ২০২২-এ এই অ্যাওয়ার্ড অর্জন করেছে এআইইউবি।
শুক্রবার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইএসএসএবি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এআইইউবির সিনিয়র সহকারী অধ্যাপক আবুল হাসনাত প্রতিমন্ত্রীর কাছ থেকে পুরস্কার ও নিরাপত্তা সনদ গ্রহণ করেন।
এআইইউবির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যাম্পাসে আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। যার ফলশ্রুতিতে নিরাপদ, সুষ্ঠু এবং সুপরিকল্পিত পরিবেশ প্রদানের ক্ষেত্রে এআইইউবি নিজেকে অগ্রগামী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
কেএ
