জবির ৩ বিভাগে নতুন চেয়ারম্যান 

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০২ মার্চ ২০২৩, ০৬:০৬ পিএম


জবির ৩ বিভাগে নতুন চেয়ারম্যান 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন বিভাগে নতুন তিনজন চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. শাহরিয়ার আহম্মদ।

বৃহস্পতিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয় , ‘লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদভুক্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগে, কলা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগে ও বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে পূর্ববর্তী চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।’

অফিস আদেশে বলা হয়, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহারের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানকে পরবর্তী তিন বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

অন্য এক অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবির চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ১৯ ফেব্রুয়ারি তিন বছর পূর্ণ হয়েছে বিধায় উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশনকে পরবর্তী তিন বছরের জন্য নাট্যকলা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এছাড়াও আরেকটি আদেশে বলা হয়েছে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ৪ মার্চ থেকে তিন বছর পূর্ণ হবে বিধায় উক্ত বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদকে পরবর্তী তিন বছরের জন্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এমএল/এফকে

Link copied