বিএসএমএমইউর সব টেস্টে ৩০ শতাংশ ছাড় পাবে জবি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবি

১০ মার্চ ২০২৩, ০৯:২৫ এএম


বিএসএমএমইউর সব টেস্টে ৩০ শতাংশ ছাড় পাবে জবি

গবেষণায় একে অপরের সহযোগিতা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেলে যাবতীয় টেস্টে ৩০ শতাংশ ছাড় পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সমঝোতার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা নিয়ে যৌথভাবে কাজ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুযোগ সুবিধা পাবে। প্রাথমিকভাবে এই চুক্তি ৫ বছরের জন্য বলবৎ থাকবে।

এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম লুৎফুর রহমান, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএল/এসএম

Link copied