রাবির প্রধান ফটকে আগুন জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

১২ মার্চ ২০২৩, ০৩:৩৩ পিএম


স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের দায়িত্বে গাফিলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থীর ওপর গুলি চলানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়েছেন শিক্ষার্থীরা। 

রোববার (১২ মার্চ) দুপুর ১টার দিকে রাবি প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীদের একাংশ শিক্ষার্থী। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিনেট ভবনের সামনে ও প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে হাজারো শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এছাড়া মূল ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর পাশে পুলিশকে অবস্থান করতে দেখা গেছে।

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পরে বিজিবি মোতায়েন করা হয়।

জুবায়ের জিসান/আরকে 

টাইমলাইন

Link copied