৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চবি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি  

২৪ মার্চ ২০২৩, ০৯:৫১ এএম


৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চবি

গত বছরের ন্যায় এ বছরও স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এই সম্মাননা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে চবি প্রক্টর ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্যে রয়েছে রাতে ১ মিনিট সব ধরনের বাতি বন্ধ রেখে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে চবি কর্তৃক আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ক্যাম্পাসে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা ও আলোচনা সভায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান।

dhakapost

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিগত বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালিত হবে। গত বছরের ন্যায় এ বছরও ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননাস্বরূপ সংবর্ধনা দেওয়া হবে।

উপাচার্য আরও বলেন, আপাতত চট্টগ্রাম বিভাগের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। পরে বাংলাদেশের অন্যান্য বিভাগের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে বলে আমি আশা করি। প্রতি বছর এরকম সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করি প্রতি বছরই মুক্তিযোদ্ধাদের সম্মাননাস্বরূপ সংবর্ধনা দেওয়ার প্রচলন অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেবনাথ, এস্টেট শাখার প্রশাসক মইনুল ইসলাম, সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া এবং সৌরভ সাহা জয়।

রুমান/এমজেইউ

Link copied