শহীদ মিনারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
ঘটনার পর সাদ্দাম হোসাইন তার অনুসারীদের নিয়ে ঢাবির টিএসসিতে অবস্থান নেন এবং র্যালিতে যোগ না দিয়ে শেষ মুহূর্তে রাজু ভাস্কর্যের সমাবেশে যোগ দেন। তবে জুবায়ের আহমেদ র্যালি ও সমাবেশ কোনোটিতেই উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে জুবায়ের আহমেদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের প্রতিটি প্রোগ্রামেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে বহিরাগত ইউনিটগুলোর নেতাকর্মীরা লাঞ্ছিত হয়। সামান্য সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে তারা আমাদের উপর হামলা চালায়। আমাকে বাঁচাতে আসলে আমার প্রায় ৭ জন নেতাকর্মী আহত হোন। অথচ ক্যাম্পাসের কোটা আন্দোলন, শিবির-ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন আন্দোলন প্রতিহত করতে ঢাবি ছাত্রলীগ মহানগর ছাত্রলীগের শরণাপন্ন হয়ে আসছে। কেন্দ্রীয় ছাত্রলীগকে বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে। আমাদের সাউন্ড সিস্টেম, কর্মসূচির ব্যানার পোস্টার নষ্ট করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। হামলায় ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি।
এইচআর/এমএইচএস