মা এবং সন্তান সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টি : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মা হচ্ছে সন্তানের কাছে বিশেষ একটা প্রাপ্তি। সন্তান যে বয়সেরই হোক না কেন মায়ের কাছে সন্তান শিশু, খোকা হিসেবে গণ্য। মা এবং সন্তান সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টি।
রোববার (১৪ মে) বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, একজন সন্তানের বেড়ে ওঠার জন্য মায়ের ভূমিকা মুখ্য। সেগুলো বলার কোনো অপেক্ষা রাখে না। সন্তান যেখানেই উপনীত হোক না কেন, যত বড় জায়গায় যাক না কেন, তার পিতা-মাতার অবদান সবচেয়ে বেশি। এতে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, আমরা কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখি। সন্তানের জন্য কোনো কোনো মা অসহায়ত্বের মধ্যেও পড়েন। এটা খুবই দুঃখজনক। মা দিবসে আমাদের প্রত্যাশা থাকবে কোনো সন্তান যেন তার পিতামাতাকে দূরে না রাখেন। ছোটবেলায় যেমনভাবে মায়ের কোলে ছিলেন, বড় বেলায়ও মা-বাবা যতদিন থাকেন ততদিন যেন মায়ের কোলেই সকলে থাকেন।
নিজের স্মৃতিচারণ করে ঢাবি উপাচার্য বলেন, আমরা মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করেছি। শিশুকাল থেকে মায়ের মৃত্যু পর্যন্ত আমরা মায়ের কাছেই ছিলাম। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের কোলেই ছিলাম। এটা আমাদের জন্য বিরল প্রাপ্তি যদিও তেমন কিছু করতে পারিনি।
তিনি বলেন, জীবনে যতকিছু সবটাই মাকে নিয়ে। আমাদের সাথে মায়ের সম্পর্ক ছিল মধুর। শিশুকাল থেকে বড়কাল মা সবসময় অনুপ্রেরণা দিয়ে গেছেন। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সীমিত সুযোগ-সুবিধা কত দক্ষতার সাথে মা আমাদের মাঝে ভাগাভাগি করতেন। সেটা চিন্তা করলে বিস্মিত হই। মাকে খুব মিস করি, মায়ের জন্য সবসময় দোয়া করি।
এইচআর/এসকেডি