চবির ‘বি’ ইউনিটে ৭০ শতাংশ শিক্ষার্থী ফেল

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি 

২৩ মে ২০২৩, ০৪:০৮ পিএম


চবির ‘বি’ ইউনিটে ৭০ শতাংশ শিক্ষার্থী ফেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২ হাজার ৩৫২ জন। সে হিসেবে পাসের হার ২৯.২৮ শতাংশ। ফেল করেছেন ২৯ হাজার ৮৩৮ জন। অকৃতকার্যের হার ৭০.৭২ শতাংশ।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়। 

ফলাফলের বিষয়ে ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ২৯.২৮ শতাংশ।

গত বৃহস্পতিবার (১৮ মে) ও শুক্রবার (১৯ মে) তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিটটিতে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট শিক্ষার্থীর ৭৯ শতাংশ।

এর আগে গতকাল সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। সেখানে পাস করেছেন ২৬ হাজার ৯০৮ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী।

রুমান/আরএআর

Link copied