তেজগাঁও কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন

তেজগাঁও কলেজ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন তেজগাঁও কলেজ বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৪ জুন) তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি পদে ব্যবসায় প্রশাসন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি পদে তানজিদা খানম ঈশাও মাহমুদুল হক পিয়াস, সহকারী সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন রাতুল, ট্রেজারার হাবিব সরদা, সাংগঠনিক সম্পাদক পদে আবরার হোসেন ভূঁইয়া, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে সাকিজ মাহমুদ শান্ত ও ফারজানা আক্তার রুম্পা, প্রকাশ ও প্রচারণা সম্পাদক পদে মোমেনা আক্তার দিনা, সহকারী প্রকাশ ও প্রচারণা সম্পাদক পদে মো. সামির হোসেন ও ইউনুস আলিফ রাজি, সাংস্কৃতিক সম্পাদক পদে অনন্যা রোজারিও, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পদে তাসনিম তাবাসসুম নিরা এবং যোগাযোগ সম্পাদক পদে শারমিন আলম সৃষ্টি মনোনীত হয়েছেন।
এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে রয়েছেন- জুনায়েদ আনজুম তাশিন, জারিন তাসনিম ইভা, সুবির চন্দ্র বশাক, মুরসালিন হোসেইন, ইসরাত জাহান আনিকা ও মো. আফার হোসেইন।
বিজনেস ক্লাবটি তেজগাঁও কলেজে জব ফেয়ার ও ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ক সেমিনার নিয়ে কাজ করে থাকবে।
ওএফএ/এনএফ