দুই মাস ধরে নিখোঁজ ঢাবি কর্মচারীর ছেলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারীর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছেলে চলতি বছরের ১ মে থেকে নিখোঁজ রয়েছেন। ছেলেটির নাম সামির সুলতান। তার বয়স ১৩ বছর। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও সাদা হাফ প্যান্ট।
তার বাবা-মা গত ১ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬১) দায়ের করে দাবি করেন, সামির সুলতান একইদিনে সানারপাড় বাসস্ট্যান্ড মসজিদ এলাকা থেকে নিখোঁজ হয়।
সুলতানের দাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় কাজ করতেন। তার বাবাও বর্তমানে ওই ক্যাফেটেরিয়ায় ক্যাশ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন।
তার খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা-বাবাসহ পরিবারের লোকজন। বাক প্রতিবন্ধী, হাঁটাচলায় সমস্যা এবং মানসিক সমস্যায় জর্জরিত সুলতানকে খুঁজে পেতে চেষ্টা করছেন তার পরিবারের সদস্যরা। তাকে খুঁজে পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর- ০১৯৩৬-৫৬০০৫২/০১৯৫৩-৫০৫৫১২।
এইচআর/এফকে