পাটকাঠি থেকে ছাপার কালি উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীর

পাটকাঠি থেকে প্রাপ্ত সাবমাইক্রন কার্বন কণা ব্যবহার করে ইঙ্কজেট অথবা ছাপার কালির একটি জল-ভিত্তিক ফর্মুলেশন তৈরি করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. মো. আব্দুল আজিজের নেতৃত্বাধীন একটি গবেষণা দল।
সম্প্রতি কেমিস্ট্রি -এন এশিয়ান জার্নালে এ সম্পর্কিত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যাতে কালি ছাপার কার্বন কণার আরও টেকসই বিকল্প প্রস্তাব করা হয়।
ড. আব্দুল আজিজ বলেন, তারা বায়োমাস, পাট কাঠিগুলোকে পাইরোলাইজ করার জন্য একটি কাস্টমাইজড পাইলট ফার্নেস ব্যবহার করেছেন, যা জ্বালানি হিসেবে উৎপন্ন গ্যাসগুলোকে পুনর্ব্যবহার করে। সাবমাইক্রন কার্বন কণা তৈরির জন্য প্রাপ্ত কার্বনকে আরও বল-মিল করা হয়েছে। এই কণাগুলো জল-ভিত্তিক ইঙ্কজেট কালি তৈরি করতে বায়ো কম্প্যাটিবল ইথিলিন গ্লাইকোল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহলের জলীয় দ্রবণে দ্রবীভূত হয়।
তিনি আরও জানান, তারা ক্যানন প্রিন্টার ব্যবহার করে এ-ফোর আকারের কাগজের অনেক পৃষ্ঠা মুদ্রণ করে উন্নত কালি পরীক্ষা করেছেন এবং বাণিজ্যিক ইঙ্কজেট কালো কালির মতো কার্যকারিতা খুঁজে পেয়েছেন।
এ গবেষণা দলের প্রধান দাবি করছেন, তাদের এই উদ্ভাবনটি উল্লেখযোগ্যভাবে মুদ্রণ শিল্প থেকে নির্গত পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস কমাতে পারবে এবং মুদ্রণের কালো কালির আমদানি কমিয়ে সর্বোচ্চ অর্থ সাশ্রয় করতে পারবে। উদ্ভাবিত এ কালি সস্তা এবং উন্নত মানের। যা বাজারে থাকা ঐতিহ্যগত কার্বন কালো ইঙ্কজেট কালির চেয়ে অনেকটা সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য।
এছাড়া, তার নেতৃত্বে পাটকাঠি থেকেই অত্যন্ত স্থিতিশীল এবং ইলেক্ট্রোকেমিক্যালি সক্রিয় ত্রি-মাত্রিক আন্তঃসংযুক্ত গ্রাফিন ফ্রেমওয়ার্ক (3DIGF) তৈরি করার জন্য একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। যা কেমিস্ট্রি -এন এশিয়ান জার্নালে প্রকাশিত হয়েছে। যাতে সবুজ রসায়ন ব্যবহার করে গ্রাফিন সংশ্লেষণের জন্য একটি সহজ এবং ব্যয়-কার্যকর পদ্ধতি প্রদর্শন করে। এর বাইরে তিনি পাটকাঠি থেকে উচ্চ মানের অ্যান্টিকোরোসিভ আবরণেরও উদ্ভাবন করেন।
তরুণ রসায়ন বিজ্ঞানী ড. মো. আব্দুল আজিজের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর, দক্ষিণ কোরিয়ার পুশান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যানো ম্যাটারিয়াল বেসড ইলেকট্রো অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি করেন। বর্তমানে তিনি সৌদি আরবের কিং ফাহদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলের, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার-হাইড্রোজেন অ্যান্ড এনার্জি স্টোরেজের একজন গবেষণা বিজ্ঞানী।
এই গবেষণা কেন্দ্রে তিনি বাংলাদেশের সস্তা/বর্জ্য পদার্থ যেমন কৃষি-বর্জ্য, বিল ডাকাতিয়ার কালো মাটি, কয়লা, বিভিন্ন ধরনের কৃষি-বর্জ্য থেকে ব্যয়বহুল উপকরণ প্রস্তুত করার জন্য উল্লেখযোগ্য গবেষণা কাজ করেন। বিশেষ করে তিনি পাটের কাঠি নিয়ে গবেষণামূলক কাজ করেছেন। তার নেতৃত্বে, বিভিন্ন ধরণের কার্বন যেমন গ্রাফিন ফ্রেম ওয়ার্ক, কার্বন ন্যানো পার্টিকেল, অ্যাক্টিভেটেড কার্বন ইত্যাদি পাটের কাঠি থেকে প্রস্তুত করা হয়েছে বিভিন্ন প্রয়োগের জন্য। যেমন সুপারক্যাপাসিটর ফ্যাব্রিকেশন, ইঙ্ক জেট প্রিন্টিং ইঙ্ক এবং পেইন্টিং কালি তৈরি, ক্ষয়রোধী উপাদান তৈরি, জল পরিশোধন, সেন্সর তৈরি ইত্যাদি।
ড. আজিজের ১৯০টি গবেষণাকর্ম বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, বাংলাদেশ, জাপানের মতো বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সম্মেলনে তার গবেষণা কাজ উপস্থাপন করেছেন বলে জানান। এছাড়াও, তিনি বহু বিখ্যাত আন্তর্জাতিক জার্নালের অতিথি সম্পাদক/সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এইচআর/এমএ