ঢাবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ফলিত গণিত বিভাগ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ ফুটবল দল।
রোববার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুই অর্ধের খেলা গোলশূন্য হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।
এর আগে সেমিফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ফুটবল দল ও আইন বিভাগ ফুটবল দলকে হারিয়ে ফাইনালে ওঠে যথাক্রমে ফলিত গণিত বিভাগ ফুটবল দল ও সমাজবিজ্ঞান বিভাগ ফুটবল দল।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. বাহাউদ্দীন, ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শাহাজাহান প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জুলাই শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ৮৩টি ফুটবল দল অংশগ্রহণ করে।
এইচআর/এফকে