জবিতে চালু হলো বিশেষায়িত সেবা ফিজিওথেরাপি সেন্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। আমাদের ছাত্রদের নানান সমস্যার মধ্য দিয়ে পড়াশোনা শেষ করতে হয়। এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা নানা সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা আজ ফিজিওথেরাপি সেন্টার চালু করেছি। আমরা খুব শিগগিরই একজন ফিজিওথেরাপি মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে আবেদন করব। ইউজিসির অনুমোদন পেলে আমরা পূর্ণাঙ্গভাবে এ সেন্টারটি সচল রাখতে পারব। এছাড়া আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে আলাদা একটি ফিজিওথেরাপি ইউনিট নির্মাণ করার চেষ্টা করব।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমাদের সবারই ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক দূরে থাকেন। সবাই বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করেন। শিক্ষকদের অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লাস করতে হয়, রিসার্চের জন্য দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। এর ফলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যার জন্য তাদের চিকিৎসা নিতে হয়। আমি নিজেও ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকি। অনেক শিক্ষক আছে যারা কোমরে বেল্ট পেঁচিয়ে বিশ্ববিদ্যালয় আসেন, অনেকে একটা নেক সাপোর্ট নেন। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি সেন্টার স্থাপন হওয়ায় আমরা এখান থেকেই চিকিৎসা নিতে পারব।
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অনেক। দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই ফিজিওথেরাপি সেন্টার রয়েছে। আমরা যেকোনো প্রয়োজনে জবির পাশে থাকব।
অনুষ্ঠানে জবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনমের সভাপতিত্বে ও বিপিএর সাধারণ সম্পাদক ডা. ফিরোজ রশিদের সঞ্চালনায় অধ্যাপক আলতাফ হোসেন সরকার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএল/কেএ