বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে বসা এবং খাবার নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়েছেন রাজধানীর মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। এ ঘটনায় ৬ থেকে ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমাবেশ থেকে ফেরার পর হল গেটে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী ও সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এর দায় স্বীকার করেননি কেউ। এদিকে, সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা একে অপরকে দায়ী করেছেন।
বিষয়টি অস্বীকার করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার বলেন, হলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। হলের নিচে চেঁচামেচি হচ্ছিল, পরে আমি গিয়ে সমাধান করে দিয়েছি। সেরকম তো কিছু ঘটেনি। একজনের ফোন ভেঙ্গে গেছে, আমি সেটা ঠিক করে দেব বলেছি।
মারামারিতে একজনের হাত কাটার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এসব কিছু ঘটেনি। এগুলো রুমে গিয়ে বানানো হয়েছে। এখন বানিয়ে সবাইকে দেখালে তো আমার করার কিছু নেই। আমি আসলে এ ব্যাপারে কিছুই জানি না।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার বলেন, আমি তখন প্রোগ্রামেই ছিলাম। এসে শুনি তারা আমার ছাত্রীদের ওপর আক্রমণ করেছে। সভাপতি সরাসরি সেখানে উপস্থিত ছিলেন এবং নিজেও মারধর করেছেন। এ ঘটনায় ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, সভাপতি শেলীর উপস্থিতিতে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবীবা, হাফসাসহ আরও বেশ কয়েকজন হামলা চালিয়েছেন। ছাত্রীদের হাতে ও মুখের ক্ষত তো আপনারাই দেখেছেন।
আরএইচটি/এফকে