কুবিতে আগ্রহ নেই বিদেশি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো বিদেশি শিক্ষার্থী। ওয়েবসাইটে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে কোনো দিক নির্দেশনা না থাকা, বিদেশিদের জন্য প্রতিকূল পরিবেশ, ভর্তি প্রক্রিয়ায় জটিলতা, আবাসন সমস্যাসহ নানা কারণে পিছিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, কুবিতে ২০১১-১২ শিক্ষাবর্ষে তিনজন এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষে একজন নেপালের শিক্ষার্থী ভর্তি হন। এই চারজন ছাড়া আর কোনো বিদেশি শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে ভর্তি হননি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ বাশার বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় বিদেশি শিক্ষার্থী পড়াশুনা করছেন, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কখনো দেখিনি। হয়তো তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা ও তথ্যের অভাব আছে বলেই তারা এখানে আসে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত তাদের জন্য পর্যাপ্ত তথ্য ও সুযোগ সুবিধা নিশ্চিত করা। এতে করে বিদেশি শিক্ষার্থীদের কুবির প্রতি আগ্রহ বাড়বে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. আসাদুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভালো আবহাওয়া আছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে শিক্ষকদের মান বা গবেষণার মান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কিছু সাবজেক্ট আছে যেগুলো বিদেশে ব্যয়বহুল কিন্তু আমাদের দেশে সহজলভ্য। এই ধরনের কোর্স যেদিন আমরা চালু করতে পারব তখনই বিদেশি শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি আকর্ষণ বাড়াতে পারব।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের বলেন, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির বিষয়টা আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে। বিদেশি শিক্ষার্থী যারা আবেদন করে তাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাগ করে দেয়। এ বছর নেপাল থেকে ১৫ জন শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়ে উঠছে না।
এসপি