বেরোবির কলা অনুষদে নতুন ডিন ড. শফিকুর রহমান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান।
রোববার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে (অধ্যাপক ড. শফিকুর রহমান) এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ৮ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।
ড. শফিকুর রহমান ২০১১ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কবিতা ও উপন্যাসও লিখেছেন তিনি। দেশজুড়ে তার উপন্যাস ‘পাউঠি’ বেশ সমাদৃত হয়।
শিপন তালুকদার/এমজেইউ