বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদ ঢাবি সাদা দলের

বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
শনিবার (২৮ অক্টোবর) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে চলমান গণআন্দোলনে সরকার ভীত ও অস্বস্তিতে পড়েছে। এ অবস্থায় আজকের মহাসমাবেশে গণজোয়ার দেখে সরকার তার ভবিষ্যৎ পরিণতি উপলব্ধি করতে পেরেছে। তাই বলপ্রয়োগের মাধ্যমে গণজোয়ার প্রতিহত করে আবারো ২০১৪ এবং ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতায় থাকার অপেচেষ্টায় মেতে উঠেছে।’
এতে আরও বলা হয়েছে, ‘আজকের শান্তিপূর্ণ মহাসমাবেশে ন্যাক্কারজনক হামলা এরই বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। তবে আমরা বিশ্বাস করি, এসব হামলা, নিপীড়ন-নির্যাতন ও কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই সরকার গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের আন্দোলনকে প্রতিরোধ করতে পারবে না। গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার আন্দোলনের বিজয় অত্যাসন্ন।’
বিবৃতিতে সাদা দলের নেতারা দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসএম