সংবাদকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি ডুজার

রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ ত্রিমুখী সংঘর্ষে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ভুজা)। পাশাপাশি, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৮ অক্টোবর) রাতে ভুজার দপ্তর সম্পাদক মো. জাফর আলীর সই করা এক বার্তায় ভুজা সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহী এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ২৮ অক্টোবর দুই রাজনৈতিক দল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর কয়েকটি স্থানে প্রায় বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজন মারাত্মকভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হামলাকারীদের এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদমাধ্যমকে একটি দেশের চতুর্থ স্তম্ভ বলা হয়। আর সেই সংবাদমাধ্যমকে দেশ ও জনগণের স্বার্থে সচল রাখেন মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা। সংবাদকর্মীরা নির্দিষ্ট কোনো পক্ষের মাধ্যমে প্রভাবিত না হয়ে প্রকৃত ঘটনা বা সত্যকে প্রকাশ করতেই সর্বদা নিরলসভাবে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্ৰ করে প্রায়শই সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা এবং লাঞ্ছিত করাসহ নানাভাবে হেনস্তা করা হচ্ছে। যার অধিকাংশ ঘটনাতেই দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না, যা দুঃখজনক।
এসময় তারা ২৮ অক্টোবর সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।
কেএইচ/কেএ