ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদদাতা আব্দুল্লাহ আল নোমানকে ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন এক যুবলীগ নেতা। এ ঘটনায় রোববার (৭ ডিসেম্বর) নোমান রাণীশংকৈলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নোমান উপজেলার রাতোর ইউনিয়নের শখের টাউন এমএবি ইটভাটায় যান। সেখানে ইটভাটার পাশে কাটা গাছ স্তুপ করে রাখা দেখতে পান। তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন।
নোমান জিডিতে বলেন, ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে এমএবি ইটভাটার মালিক আইনুল হকের ছেলে শেখ ফরিদ তার ব্যক্তিগত আইডি থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পুড়িয়ে হত্যার হুমকি দেন।
অভিযুক্ত শেখ ফরিদ রাতোর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
হুমকির কারণে নোমান নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় ক্ষতির আশঙ্কা করছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা শেখ ফরিদ বলেন, তিনি আমাদের ইটভাটা নিয়ে নিউজ করেছেন। এই উপজেলায় তো আরো অনেক ইটভাটা আছে সেগুলো নিয়ে কেন তিনি নিউজ করল না? এমনিতেই ইটভাটা নিয়ে বিপদের মধ্যে আছি আর তিনি নিউজ করে দিলেন। নিউজ করলে সব ইটভাটা নিয়ে করতে হবে। কেন একক আমার ইটভাটা নিয়ে তিনি নিউজ করলেন? আমি ওনাকে হুমকি দেয়নি। মাথা গরম ছিল তাই একটু রাগের মাথায় বলে ফেলেছি।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল ইসলাম জিডিটি গ্রহণ করেন।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রেদওয়ান মিলন/আরএআর