মস্তিষ্কে রক্তক্ষরণে জবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

মস্তিষ্কে রক্তকরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী সামিউল খান সামি মারা গেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় নিজ কর্মস্থল ময়মনসিংহে মারা যান তিনি। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন সামি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগের শিক্ষক কামরুল ইসলাম জুয়েল বলেন, সামি বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সঙ্গে যুক্ত ছিল। ভালো ফটোগ্রাফি করতো। মনে পড়ে কত স্মৃতি! ২০১৫ সালে যখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং আমি শিক্ষক হিসেবে যোগদান করি, তখন থেকেই সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী ছাত্র হিসেবে পরিচিত সে। প্রথমবর্ষে তাদের বাংলা পড়াতাম। বছর তিনেক আগে তারা মাস্টার্স শেষ করে গেলো। আমরা গভীরভাবে শোকাহত।
জানা গেছে, সামিউল খান সামি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিকারপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন সামি। তবে তার কোন সন্তান ছিল না। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। দীর্ঘদিন ধরে উচ্চ রক্ত চাপে ভুগছিলেন সামি।
সামির মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, আমরা আজকে বিকেলে শুনেছি সামি আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
এমএল/এসকেডি